ঝাড়গ্রাম

করোনায় আক্রান্ত ঝাড়গ্রাম জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মৃত্যু

করোনায় আক্রান্ত ঝাড়গ্রাম জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মৃত্যু

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: করোনায় আক্রান্ত হয়েছিলেন ঝাড়গ্রাম জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) সুবোধকুমার মণ্ডল। চিকিৎসাধীন ছিলেন কলকাতার ইএম বাইপাসের পিয়ারলেস হাসপাতালে। সোমবার দুপুরে সেখানেই মৃত্যু হয় তাঁর। সুবোধবাবুর মৃত্যুর খবরে জেলার স্বাস্থ্য মহলে শোকের ছায়া নেমে আসে।

দিন দশেক আগে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁর করোনা ধরা পড়ে। জেলা করোনা হাসপাতালে ভর্তিও করানো হয়। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয় কলকাতার ইএম বাঙুর হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাঁকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন : নতুন শিক্ষানীতি সরকারের নয়, দেশের : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সোমবার প্রয়াত হন তিনি। সুবোধবাবুর কিডনির গুরুতর সমস্যা ছিল। এছাড়াও তাঁর ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যাও ছিল। নদীয়া জেলার বগুলার বাসিন্দা সুবোধবাবু বছর দেড়েক আগে ঝাড়গ্রাম জেলার ডেপুটি সিএমওএইচ পদে যোগ দেন তিনি। সস্ত্রীক ঝাড়গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন।

 

 

আরও পড়ুন ::

Back to top button