Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রূপচর্চা

রিমোভার ছাড়াই মুছে ফেলুন নেলপলিশ

রিমোভার ছাড়াই মুছে ফেলুন নেলপলিশ

মেয়েদের সাজগোজের একটি বড়ো অংশ হল নেলপলিশ৷ এমন কোনও মহিলা নেই যে নেলপলিশ পছন্দ করেন না৷ লাল থেকে নীল কালো সবই মেয়েদের ফেভারিট রঙের লিস্টে৷ দোকানে দোকানে নেলপলিশ দেখলেই দাঁড়িয়ে যায় মেয়েরা৷

একের পর এক শেডস দেখতে শুরু করলে দোকান থেকে নড়াই মুশকিল৷ কিন্তু অনেকের পক্ষেই ঘন ঘন নেলপলিশ চেঞ্জ করা হয় না৷ কাজের ব্যস্ততার মাঝে বারবার তুলোয় রিমোভার লাগিয়ে পুরনো রঙ তুলে নতুন নেলপলিশ পড়া বেশ ঝক্কির৷ অন্যদিকে রিমোভার শেষ হয়ে গেলেও আর কিছু করার থাকে না৷

আরও পড়ুন : রুক্ষ ত্বক করুন উজ্জ্বল

রিমোভার শেষ হয়ে গেলে যে আপনি নেলপলিশ তুলতে পারবেন না এমনটা নয়৷ নানা রকমের উপায় আছে নেলপলিশ তোলার৷

নখের ওপর সরাসরি ডিওডরেন্ট স্প্রে করে দিন৷ তারপর তুলো দিয়ে ঘষে তুলে নিন৷ একবারে রিমোভারের মতোই উঠে গিয়েছে৷ একবার স্প্রে করে না উঠলে দ্বিতীয় বার করতে পারেন৷ কিন্তু ডিওড্রেন্ট শুকনোর আগেই তুলে ফেলুন৷

 

আরও পড়ুন ::

Back to top button