Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রূপচর্চা

বাড়িতেই চুল কার্ল করতে পারবেন হিট ছাডা়

বাড়িতেই চুল কার্ল করতে পারবেন হিট ছাডা়

নিত্যদিনের ব্যস্ততার মধ্যে নিজের যত্ন নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে৷ তবে এরই মাঝে পার্টি, বিয়েবাড়ি, সেলিব্রেশন তো থাকেই৷ এসবের সময় এলেই চুল হয়ে ওঠে গুরত্বপূর্ণ জিনিস৷ রোদের প্রখর রশ্মিতে কমবেশি সব মেয়েদেরই চুল খারাপ হয়৷ তারওপর কোনও অনুষ্ঠানে যেতে গেলে চুলে হিট দিয়ে স্টাইল করতেও বেশ সমস্যা হয়৷ কারণ ইলেকট্রিক হিটে চুল আরও বেশি নষ্ট হয়৷

স্ট্রেট চুল ছাড়া অনেকেরই কার্লি হেয়ার বেশ পছন্দের৷ বাড়িতেই আপনি চুল কার্ল করতে পারবেন বিভিন্ন পদ্ধতিতে৷ তবে এক্কেবারে হিট ছাডা়৷ কার্লার ছাড়াই কার্ল করতে পারবেন আপনি নিজেই৷ তবে পদ্ধতি গুলি একটু সময়সাপেক্ষ৷ স্টাইল করতে গেলে সময় তো লাগেই৷

আরও পড়ুন : রিমোভার ছাড়াই মুছে ফেলুন নেলপলিশ

১) রাতে শুতে যাওয়ার আগে পুরো চুলের এক একটি ভাগ নিয়ে বিনুনি করে ফেলুন৷ প্রায় ১০-১২ টা ভাগ করে বিনুনি করতে হবে৷ বিনুনিগুলো বেশ টাইট করে করবেন যাতে আলগা না হয়ে যায়৷ সারারাত রেখে দেওয়ার পর, পরের দিন সকালে বিনুনি খুলে ফেলুন৷ চুল খুলতেই পেয়ে যাবেন ছোট ছোট ডিপ কার্লস৷ যেকোন রকমের মুখের শেপেই এই স্টাইল মানানসই৷

বাড়িতেই চুল কার্ল করতে পারবেন হিট ছাডা়

২) প্রথমে চুলের একটি সেকশন নিয়ে পুরো চুলটা পাকিয়ে ফেলুন, অর্থাৎ ট্যুইস্ট করুন৷ পুরোটা করে একটা ছোট্ট খোঁপা করে ফেলুন৷ বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর, খুলে ফেলুন৷ স্পাইরালের মতো কার্লস পেয়ে যাবেন আপনি৷ এই কার্লসগুলি দীর্ঘস্থায়ী৷

৩) আবারও চুলের একটা ভাগ নিয়ে নিজের দুটো আঙুলের মধ্যে চুলটাকে জড়াতে থাকুন৷ ধীরে ধীরে চুলটা জড়ানো হয়ে গেলে একটা লম্বা শরু ক্লিপ দিয়ে আটকে রাখুন৷ এক-দুই ঘন্টা রাখার পর চুলটা খুলে ফেলুন৷ এই পদ্ধতিতে আপনি সফ্ট কার্লস পেয়ে যাবেন৷

বাড়িতেই চুল কার্ল করতে পারবেন হিট ছাডা়

৪) এবারের পদ্ধতিটা স্ট্র দিয়ে৷ কোল্ড ড্রিঙ্ক খাওয়ার স্ট্রতে গোটা চুলটা জড়িয়ে নিন৷ স্ট্রয়ের মাঝখানের জায়গাটাতেই একমাত্র জড়াবেন৷ তারপর স্ট্রয়ের সাইডগুলোকে ফোল্ড করে ববি পিন বা গার্ডার দিয়ে আটকে দিন৷ কয়েক ঘন্টা রেখথে খুলে ফেলুন৷

আরও পড়ুন : মুখের অবাঞ্ছিত লোম দূর করার সাত ঘরোয়া কৌশল

৫) বড়ো হেয়ারব্যান্ড নিয়ে মাথার ওপরে পরে নিন৷ চুলগুলোকে হেয়ারব্যান্ডের নীচেই রাখবেন৷ তারপর এক একটা ভাগ নিয়ে হেয়ারব্যান্ডে আসতে আসতে জড়াতে থাকুন৷ এক রাত রেখে দিয়ে পরের দিন খুলে ফেলুন৷ এই পদ্ধতিতে আপনি ন্যাচারাল কার্লস পেয়ে যাবেন৷

 

আরও পড়ুন ::

Back to top button