আন্তর্জাতিক

কলম্বিয়ায় দাঙ্গায় পুলিশের গুলিতে নিহত ৭

কলম্বিয়ায় দাঙ্গায় পুলিশের গুলিতে নিহত ৭

কলম্বিয়ায় পুলিশের নির্যাতনে একজন নিহত হওয়ার ঘটনায় শুরু হওয়া দাঙ্গায় ৭ জন নিহত হয়েছে এবং ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে। পুলিশের নির্যাতন করে ৪৬ বছরের একজন আইনজীবীকে কারা হেফাযতে নির্যাতন করে হত্যার অভিযোগ ওঠেছে। খবর আলজাজিরার।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সামাজিক দূরত্ব না মানায় পুলিশ জাবির ওরডোনেজকে আঘাত করতে করতে আটক করে নিয়ে যায়। পরে কারা হেফাজতে তাকে আরো নির্যাতন করে বলে স্বজনরা অভিযোগ করেন। পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : জে. মোশাররফ বিদেশে ৪০ কোটি রুপির ফ্ল্যাট কীভাবে কিনলেন?

দেশটিতে দীর্ঘ ৬ মাসের কঠোর লকডাউন শেষে গত ২ সপ্তাহ আগে লকডাউন শিথিল কর হয়।

আটকের ঘটনার পর জাবিরের মৃত্যু হলে থানার সামনে বিক্ষোভ করতে থাকে জনতা। সেখান থেকে দু’পক্ষের সংঘাতে দাঙ্গার সৃষ্টি হয়। স্থানীয় মেয়র পুলিশের নির্যাতনকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করলেও সহিংস আন্দোলনেরও নিন্দা জনান।

 

আরও পড়ুন ::

Back to top button