ঝাড়গ্রাম

ঝাড়গ্রামের মেধাবী পড়ুয়াদের পাঠ্যবই দিল শাল মহুয়া ফাউন্ডেশন

ঝাড়গ্রামের মেধাবী পড়ুয়াদের পাঠ্যবই দিল শাল মহুয়া ফাউন্ডেশন

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: মাধ্যমিকে কৃতী দুঃস্থ মেধাবী ১২ জন ছাত্রছাত্রীকে একাদশ শ্রেণির যাবতীয় পাঠ্যবই দেওয়া হল। ঝাড়গ্রামের শাল মহুয়া ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার শহরের বালাজি অতিথিশালায় ওই পড়ুয়াদের পাঠ্যবইয়ের পাশাপাশি, মাস্ক, স্যানিটাইজার, পেন ও ফাইলও দেওয়া হয়।

সংস্থার সম্পাদক তন্ময় সিংহ জানান, শহর ও গ্রামীণ এলাকার ছ’টি স্কুলের ওই পড়ুয়াদের মধ্যে একজন দৃষ্টিহীন ছাত্রীও ছিল। অনুষ্ঠানে ছিলেন মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালের সুপার অম্লান শতপথী, রাঁচির একটি বিশ্ববিদ্যালয়ের অঙ্কের অধ্যাপক অশ্বিনীকুমার মাহাতো, চিত্র পরিচালক তমাল চক্রবর্তী প্রমুখ।

 

আরও পড়ুন ::

Back to top button