খেলা

বাউন্ডারিতে শুরু এবারের আইপিএল

বাউন্ডারিতে শুরু এবারের আইপিএল

নানা আলোচনা-সমালোচনা, নাটকীয়তা শেষে অবশেষে শুরু হয়েছে ১৩তম আইপিএল। ধুমধাড়াক্কা এই আসরের শুরুটাও হলো তেমনই। আসরের ১ম বলেই চার হাঁকালেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

করোনার প্রভাবে এবারের আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। হয়নি কোন উদ্বোধনী অনুষ্ঠান। ছিলনা কোনো আনুষ্ঠানিকতা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গেলবারের দুই ফাইনালিস্ট এবং আসরের সবচেয়ে সফল দুই দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। উদ্বোধনী ম্যাচে টস জেতেন চেন্নাই অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনী। তবে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাহী।

আরও পড়ুন : যে কারণে আইপিএলে থাকছেন না জনপ্রিয় ধারাভাষ্যকার মায়ান্তি

আবু ধাবিতে ব্যাট করতে নেমে দীপক চাহারের করা প্রথম বলেই বাউন্ডারি হাঁকান রোহিত শর্মা। যেন গেল ৬ মাস ধরে ব্যাট চালিয়ে যাচ্ছেন এভাবেই!

একই ওভারে মুম্বাইয়ের প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি ককও হাঁকান একটি বাউন্ডারি। দুই ওপেনারের মারকুটে ব্যাটিংয়ে দারুণ সূচনা পেয়েছে গেলবারের চ্যাম্পিয়নরা।

এবারের আসরে থাকছেনা কোন দর্শক। করোনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবারের মিডিয়ার প্রবেশেও কড়াকড়ি করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button