মেসির সঙ্গে যা হয়েছে তা নিয়ে আর ভাবতে চাই না
বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ বলেছেন, লিওনেল মেসির সঙ্গে আমার যা হওয়ার তা হয়ে গেছে। এখন সেসব নিয়ে আর ভাবতে চাই না।
শনিবার কাতালান টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বার্তোমেউ বলেছেন, সভাপতি হিসেবে আমি মেসির সঙ্গে কোনো ধরনের বিরোধে জড়াতে পারি না। মেসি আমাদের অধিনায়ক। সম্প্রতি তার সঙ্গে আমার মাঠে দেখা হয়েছে এবং আমরা দুজনই কথা বলেছি।
আরও পড়ুন : ‘লাথি মেরেও মেসিকে থামানো যায় না’
বার্তোমেউ আরও বলেছেন, বোর্ড কিংবা কোনো কোচিং স্টাফকে আমি বিশ্বের সেরা খেলোয়াড়কে দল ছাড়ার জন্য অনুমতি দিতে পারি না। দলে তার প্রয়াজন আছে। সবকিছু আমাদের ঘরের মধ্যেই আলোচনা হবে। এখন শুধু সব খেলোয়াড় ও সমর্থকের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেছেন, মেসি যেহেতু আমাদের দলেই আছে সে কারণে আমাদের নিজেদের তাকে অভিনন্দন জানানো উচিত। নতুন কোচ রোনাল্ড কোম্যানও তাকে পছন্দ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেসি তার ঘরের ক্লাব বার্সার হয়ে খেলছে। আমরা চাই এখানে থেকেই সে অবসরে যাক।