প্রযুক্তি

টিকটকের সাথে ওরাকল-ওয়ালমার্টের চুক্তিতে ট্রাম্পের সম্মতি

টিকটকের সাথে ওরাকল-ওয়ালমার্টের চুক্তিতে ট্রাম্পের সম্মতি

টিকটকের যুক্তরাষ্ট্রের অংশের কার্যক্রম ওরাকল-ওয়ালমার্টের মাধ্যমে পরিচালনায় সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টিকটক সঙ্গে ওরাকল ও ওয়ালমার্টের মধ্যে অংশীদারিত্বের জন্য তিনি সম্মতি দিয়েছেন। জাতীয় সুরক্ষার কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

সে সময় মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা করেন তাদের গুরুত্বপূর্ণ তথ্য যেকোনো সময় চীন সরকারের কাছে যেতে পারে।

আরও পড়ুুন: ‘অব্যবহৃত হেডকোয়ার্টার’ কিনছে ফেসবুক

তবে টিকটকের সঙ্গে ওরাকল-ওয়ালমার্টের চুক্তি চীনা উইচ্যাটের নিষেধাজ্ঞাকে প্রভাবিত করবে না।

শনিবার ট্রাম্প বলেন, চুক্তির ফলে ১০ কোটি মার্কিন নাগরিকের তথ্য সুরক্ষিত থাকবে। নিরাপত্তার বিষয়টি শতভাগ নিশ্চিত করা হবে।

চুক্তি অনুযায়ী, টিকটকের নতুন নাম হবে টিকটক গ্লোবাল। এতে অধিকাংশ শেয়ার থাকবে মার্কিন পরিচালকদের হাতে। ওরাকল ও ওয়ালমার্টের কোম্পানিতে গুরুত্বপূর্ণ শেয়ার থাকবে। টিকটকের তথ্য সংরক্ষণ করবে ওরাকল এবং তারা সোর্স কোড তদন্ত করতে পারবে।

 

আরও পড়ুন ::

Back to top button