রাজনীতি

মুখ্যমন্ত্রী কৃষকদের নিয়ে কুমিরের কান্না কাঁদবেন না, তোপ রাজ্যপালের

মুখ্যমন্ত্রী কৃষকদের নিয়ে কুমিরের কান্না কাঁদবেন না, তোপ রাজ্যপালের

এবার কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। মঙ্গলবার টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে রাজ্যপাল লিখলেন, ”মুখ্যমন্ত্রী মহোদয়া আপনার কুমির কান্নায় চাষির দু:খ ঘুচবে না!”

নয়া কৃষি বিল নিয়ে সংসদের দুই কক্ষেই সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। রাজ্যসভায় বিলের বিরোধিতা করতে গিয়ে বরখাস্ত হয়েছেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন-সহ আট বিরোধী সাংসদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কৃষি বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।

গায়ের জোরে হিটলারি কায়দায় কেন্দ্র কৃষি বিল পাস করিয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তৃণমূল-সহ বিরোধীদের আট সাংসদকে বরখাস্তের প্রতিবাদে রাজ্যসভার অধিবেশন বয়কট করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

তবে এবার কৃষকদের স্বার্থে তৃণমূলের ‘প্রতিবাদ’কেই কটাক্ষ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন্দ্রের পিএম-কিষাণ সম্মান নিধি প্রকল্পে যোগ দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। তা নিয়েই রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন রাজ্যপাল।

আরও পড়ুুন: হিটলারি চলছে: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

টুইটে তিনি লিখেছেন, ”পশ্চিমবঙ্গের ৭০ লক্ষ চাষি ৮৪০০ কোটি টাকার সুবিধা পেলেন না কেন @MamataOfficial? পিএম-কিষাণ সম্মান নিধি প্রকল্পে কেন যোগ দিলেন না? যোগ দিলে আজ প্রত্যেক চাষিভাইয়ের ব্যাঙ্কে ১২ হাজার টাকা জমা পড়ত। মুখ্যমন্ত্রী মহোদয়া আপনার কুমির কান্নায় চাষির দু:খ ঘুচবে না!”

বাংলার কৃষক সমাজের প্রতি অবিচার করেছে রাজ্য সরকার, এমনই অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ ছাড়া দেশের সব প্রান্তের চাষিরা পিএম-কিষাণ প্রকল্পের সুবিধা ভোগ করেছেন।

এবিষয়ে রাজ্যকে দুষে টুইটে ধনকড় লিখেছেন, ”পশ্চিমবঙ্গ ছাড়া দেশের চাষিরা পিএম-কিষাণ প্রকল্পে প্রভূত সুবিধা পেয়েছেন। এখনও পর্যন্ত ৯২ হাজার কোটি টাকা চাষিদের দেওয়া হয়েছে। রাজ্যের চাষিদের প্রতি এই অবিচার। @MamataOfficial আপনার সংকীর্ণ রাজনীতি ও দুর্বল অর্থনীতির পরিচায়ক??”

শুধু কৃষকদের সুবিধাই নয়, রাজ্য সরকারের পরিকল্পনাহীনতার জেরেই কেন্দ্রের করোনা প্যাকেজের সুবিধাও বাংলা পায়নি বলে দাবি করেছেন রাজ্যপাল।

মুখ্যমন্ত্রীকে দুষে রাজ্যপাল টুইটে আরও লিখেছেন, ”@MamataOfficial-এর অকর্মণ্যতার জন্য কেন্দ্রীয় সরকারের ঘোষিত ৩.৫ লক্ষ কোটির করোনা প্যাকেজের মধ্যে ৩০ হাজার কোটি টাকাও পায়নি পশ্চিমবঙ্গ। আশা করব, মুখ্যমন্ত্রী মহোদয়া পিএম-কিষাণের সুবিধা যাতে বাংলার চাষিরা পান সেজন্য পদক্ষেপ করবেন।”

 

সুত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button