মদ্যপ রেকুনের মাতলামি
পথ ভুলে জার্মানির এরফুর্ট নগরীর ক্রিসমাস মার্কেটে ঢুকে পড়ে একটি রেকুন। এরপর এটি ভুলে লোকজনের ফেলে যাওয়া ওয়াইনের কিছুটা পান করে শুরু করে পাগলামী। এক পর্যায়ে রেকুনটি ঘুমিয়ে পড়লে এটিকে প্রাণীদের একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
পথচারীরা রেকুনটির মাতলামির দৃশ্য ভিডিও করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, সেটি টলমল পায়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এক নারীর জুতা নিয়ে খেলার পর সে একটি ভবনের সামনে বসে ঘুমিয়ে পড়ে। দমকল কর্মীরা সেখান থেকে সেটিকে প্রাণীদের একটি আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়।
আরও পড়ুুন: স্ত্রীকে খুশি করতে জমি বিক্রি করে হাতি কিনলেন কৃষক
শনিবার জার্মানির মধ্যাঞ্চলের নগরী এরফুর্টে এ ঘটনা ঘটার পর সিটি পুলিশের এক মুখপাত্র বলেন, রেকুনটি ‘নিশ্চয়ই মদপান’ করেছে।
যদিও, মদ্যপ কিনা তা প্রমাণে শ্বাসযন্ত্রের যে পরীক্ষা সেটি প্রাণীটির করানো হয়নি, যোগ করেন তিনি।
এর আগে ২০১৮ সালে এরফুর্ট গির্জা থেকে দুইটি মাতাল সজারুকে সরিয়ে নিয়েছিল পুলিশ। পরে প্রাণীদুটিকে স্থানীয় চিড়িয়াখানায় দিয়ে দেয়া হয়েছিলো।