বিনোদন

এনসিবি দফতরে হাজির দীপিকা

এনসিবি দফতরে হাজির দীপিকা

এনসিবির তরফে আগেই সমন পাঠানো হয়েছিল। তাই এবার অভিনেত্রী দীপিকা পাডুকোনে হাজির হলেন এনসিবি অফিসে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের ড্রাগ যোগ তদন্ত শুরু করেছে এনসিবি। সেই তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যই দীপিকাকে ডেকে পাঠানো হয়।

জানা গিয়েছে, এদিন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানও আসবেন এনসিবি দফতরে। শুক্রবার কেন্দ্রীয় এই এজেন্সির তরফে জিজ্ঞাসাবাদ করা হয় রাকুলপ্রীত সিং, দীপিকার ম্যানেজার করিশমা প্রকাশ এবং ধর্মা প্রোডাকশনসের কার্যনির্বাহী প্রোডিউসার খিতিজ রবিকে।

এনসিবির সূত্রে জানানো হয়েছে, সেপ্টেম্বরের ৬ থেকে ৯ তারিখের মধ্যে মাদক যোগ কাণ্ডে ধৃত রিয়া চক্রবর্তী জিজ্ঞাসাবাদের সময় সারা আলি খান, রাকুলপ্রীত সিং, সিমোন খামবাট্টার নাম জানিয়েছেন।

আরও পড়ুুন: শ্বাসরোধ করে খুন করা হয়েছে সুশান্তকে, বিস্ফোরক দাবি পরিবারের আইনজীবীর

দীপিকা আবার হোয়াটসএপ চ্যাটে প্রকাশ এবং অজ্ঞাতনামা ডি-এর সঙ্গে কথোপকথনের সময় ড্রাগ নিয়ে আলোচনা করেছিলেন।

এনসিবির তরফে ড্রাগ নিয়ে তদন্ত চলাকালীন দুটো এফআইআর দায়ের করা হয়েছে। ইডির বাজেয়াপ্ত করা রিয়ার ফোনে মাদক চ্যাটের জন্য রিয়া সহ মোট ছয় জনের নামে এফআইআর করা হয়। দ্বিতীয়টি আবার সুয়োমোটা ধারায় বলিউডের মাদক যোগের বিরুদ্ধে এফআইআর করা হয়।

এর আগে এনসিবি ডিরেক্টর কেপিএস মালহোত্রা জানিয়েছেন, শ্রদ্ধা কাপুরকে দুই এফআইআরের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করা হবে।

 

সুত্র: The Indian Express বাংলা

আরও পড়ুন ::

Back to top button