Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিচিত্রতা

বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল!

বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল!

২৬.২৯ মিটার বা ৮৬ ফুট দৈর্ঘ্যের মোটর সাইকেল বানিয়ে গিনেস বুকে রেকর্ড করেছে গুজরাটের ভরত সিং। একটি ১২৫সিসি বাজাজ ডিসকভার সাধারণ বাইককে অসাধারণত্ব প্রদান করেছেন তিনি। বর্তমানে দু’চাকার ওই যানটির দৈর্ঘ্য ২৬.২৯ মিটার বা ৮৬ ফুট।

বাইকের দীর্ঘায়িত করার যাত্রাপথটা অবশ্য খুব সহজ ছিল না তার জন্য। পিছনের আসল চাকাটি খুলে সেখানে ‘চেন ড্রাইভ’ মেকানিজম পদ্ধতির মাধ্যমে তিনি গড়ে তুলেছেন বিশ্বের সবথেকে বড় বাইক।

যদিও ভরত সিং ঘোষণা দিয়েছে এই বাইকটিকেই দৈর্ঘ্যে আরও ১৪ ফুট বাড়িয়ে ১০০ ফুট লম্বা বাইক বানাতে চান তিনি। তবে বিশ্বের এই সবচেয়ে দীর্ঘ মোটরসাইকেলটি রাস্তায় চালানো সম্ভব হবে কিনা তা বলা মুশকিল।

আরও পড়ুন ::

Back to top button