ঝাড়গ্রাম

দত্তক গ্রামে উদ্যান-কৃষির চারা তৈরির প্রশিক্ষণ শিবির

দত্তক গ্রামে উদ্যান-কৃষির চারা তৈরির প্রশিক্ষণ শিবির

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: দত্তক নেওয়া গ্রামে শীতকালীন উদ্যান-কৃষির (হর্টিকালচার) চারা তৈরির প্রশিক্ষণ ও বীজ বপন কর্মসূচি হল। শনিবার জামবনির ধড়সা পঞ্চায়েতের জামডহরি গ্রামে ওই কর্মসূচিতে গ্রামবাসীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

করোনা কালে সঙ্কট মেটাতে এগিয়ে এসেছে ‘ট্রপিক্যাল ইনস্টিটিউট অফ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ নামে একটি গবেষণা সংস্থা। গত জুনে বাসিন্দাদের অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করার লক্ষ্যে জামডহরি গ্রামটিকে দত্তক নিয়েছে ওই সংস্থা।

আরও পড়ুুন: করোনা আবহে কেমন হবে দুর্গাপুজো ? গাইডলাইন প্রকাশ করল নবান্ন

গত তিন মাসে গ্রামের পুকুরে মাছ চাষের ব্যবস্থা হয়েছে। ওল, আদা, আনারস চাষ শুরু হয়েছে। এ ছাড়াও ডালশস্যেরও চাষ হচ্ছে।

এদিন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, ক্যাপসিকাম, পেঁয়াজ, শালগম, টম্যেটো সহ বিভিন্ন শীতকালীন আনাজ চাষের জন্য চারা তৈরির প্রশিক্ষণ দেন সংস্থার সম্পাদক প্রণব সাহু ও সংস্থার সদস্য সুপ্রকাশ দাস।

পরে গ্রামবাসীদের বীজও দেওয়া হয়। প্রণববাবু বলেন, “বাসিন্দাদের চাষজমি ও বাড়ির উঠোনেও যতটুকু জায়গা রয়েছে, সেই চাষজমি ও বাড়ির উঠোন উদ্যান-কৃষিকাজে ব্যবহার করার জন্য উৎসাহিত করা হচ্ছে।”

আরও পড়ুন ::

Back to top button