আন্তর্জাতিক

সৌদিতে নারীদের প্রথম গলফ টুর্নামেন্ট

সৌদিতে নারীদের প্রথম গলফ টুর্নামেন্ট

সৌদি আরব এই প্রথম সাতদিনের ব্যবধানে মেয়েদের দুটি পেশাদার গলফ টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরে জেদ্দার রয়েল গ্রিনস গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে।

গত মার্চে হওয়ার কথা ছিল এ আসর। মহামারী করোনাভাইরাসের কারণে পিছিয়ে দেয়া হয়।

আরও পড়ুুন: ‘লাদাখকে ভারতের অংশ বলে মানেই না চিন: বেজিং

এদিকে ১২-১৫ নভেম্বর অনুষ্ঠেয় ১০ লাখ ডলারের প্রথম লেডিস ইউরোপিয়ান ট্যুর (এলইটি) তৃতীয় সর্বোচ্চ প্রাইজমানির টুর্নামেন্ট হতে যাচ্ছে। প্রথম দুটি হল ব্রিটিশ ও স্কটিশ ওপেন।

এ আসরের পর ১৭-১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সৌদি লেডিস টিম ইন্টারন্যাশনাল। পাঁচ লাখ ডলারের এ গলফ টুর্নামেন্টে পেশাদার ও অ্যামেচার নারী গলফাররা অংশ নেবেন।

 

আরও পড়ুন ::

Back to top button