আন্তর্জাতিক

এরদোয়ানকে ধন্যবাদ জানালেন আজারবাইজানের ফার্স্ট লেডি মেহরিবান

এরদোয়ানকে ধন্যবাদ জানালেন আজারবাইজানের ফার্স্ট লেডি মেহরিবান

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘাতে আজারবাইজানের পক্ষে সমর্থন জানিয়েছে তুরস্ক। এ জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও দেশটির জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আজারবাইজানের ভাইস প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা।

মেহরিবান এক ফেসবুক পোস্টে লেখেন, ‘প্রথমত আমি তুরস্কের ভ্রাতৃ সম্প্রদায়ের জনগণ এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। তাঁদের সংহতি ও সমর্থন আজ প্রতিটি আজারবাইজানির মধ্যে গর্বের অনুভূতি জাগিয়ে তোলে।’

আরও পড়ুুন: টিকা এলেও আগামী বসন্তে জীবনযাপন স্বাভাবিক হচ্ছে না

এদিকে গতকাল বুধবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলেভিও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদদে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালে ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিল।

 

আরও পড়ুন ::

Back to top button