লড়াই করে হারলো চেন্নাই
আইপিএলে নিজেতের চতুর্থ ম্যাচে লড়াই করে হার মেনেছে চেন্নাই সুপার কিংস। শুক্রবার (২ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের ছুড়ে দেওয়া ১৬৫ রান তাড়া করত নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান করতে পারে চেন্নাই। তাতে ৭ রানে হার মানে তারা। এটা তাদের তৃতীয় হার। আর হায়দরাবাদের দ্বিতীয় জয়।
অবশ্য শেষ ওভারে জয়ের জন্য ২৮ রান প্রয়োজন ছিল চেন্নাই সুপার কিংসের। মাহেন্দ্র সিং ধোনি ও স্যাম কুরান মিলে ২১ রান নিতে সক্ষম হন। শেষ চার ওভারে তাদের প্রয়োজন ছিল ৭৮ রান। তারা ৭১ রান নিতে পারে।
ব্যাট হাতে চেন্নাইর রবীন্দ্র জাদেজা ৩৫ বলে ৫ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৫০ রান করেন। ধোনি ৩৬ বল খেলে ৪ চার ও ১ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৫ বলে ১৫ রান নিয়ে অপরাজিত থাকেন কুরান। ফাপ ডু প্লেসিসের ব্যাট থেকে আসে ২২ রান। বল হাতে হায়দরাবাদের থাঙ্গারাসু নটরাজন ২টি উইকেট নেন।
আরও পড়ুন: হায়দরাবাদের বিপক্ষে ধোনির সামনে চার মাইলফলক
তার আগে হায়দরাবাদের ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ৫১ রান করেন প্রিয়াম গার্গ। ২৬ বল খেলে ৬টি চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। অভিষেক শর্মা করেন ৩১ রান। এ ছাড়া মানিষ পান্ডে ২৯ ও ডেভিড ওয়ার্নার ২৮ রান করেন।
চেন্নাইর দীপক চাহার ২টি উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন প্রিয়াম গার্গ।
৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে হায়দরাবাদ উঠে এসেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। আর সমান ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে চেন্নাই রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।