আন্তর্জাতিক

৩ মাসের মধ্যে টিকার প্রত্যাশা যুক্তরাজ্যে

৩ মাসের মধ্যে টিকার প্রত্যাশা যুক্তরাজ্যে

অক্সফোর্ডের টিকা নিয়ে কাজ করা বিজ্ঞানীরা আশা করছেন ২০২১ সাল শুরুর আগেই এটির অনুমোদন পাওয়া যাবে। অপেক্ষার সময় আর মাত্র তিন মাস। যুক্তরাজ্যে কোভিড-১৯ টিকার ব্যাপক প্রয়োগের বিষয়টি এ সময়ের মধ্যেই শেষ হতে পারে। খবর রয়টার্সের।

যুক্তরাজ্যে কোভিড-১৯ প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এতে অবশ্য শিশুদের বাদ রেখে টিকা কর্মসূচি চালানো হবে। বিশেষজ্ঞদের ধারণার চেয়েও দ্রুত এ কর্মসূচি শুরু হবে। স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন, এ কর্মসূচির আওতায় ছয় মাসের মধ্যেই প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিক এক ডোজ করোনার টিকা পেতে পারেন।

আরও পড়ুন: করোনা নেগেটিভ হলেন জো বাইডেন ও তার স্ত্রী

টিকা নিয়ে ইউরোপিয়ান এজেন্সির পর্যালোচনার খবরটি যুক্তরাজ্যের টিকাটির ইউরোপে প্রথম অনুমোদন পাওয়ার ব্যাপারে সম্ভাবনা বাড়াবে। অক্সফোর্ডের পরীক্ষামূলক টিকা এখন পর্যন্ত করোনার টিকা হিসেবে সবচেয়ে অগ্রগামি হিসেবে বিবেচনা করা হয়।

অবশ্য গত মাসে অক্সফোর্ডের করোনার টিকা পরীক্ষা সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল। টিকায় এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকাকে চূড়ান্ত ধাপে থাকা পরীক্ষা বন্ধ করতে হয়েছিল। তবে গবেষকেরা বলেন, ওই অসুস্থতা টিকা সংক্রান্ত ছিল না।

 

আরও পড়ুন ::

Back to top button