আন্তর্জাতিক

৭ পদের ওষুধ দেওয়া হচ্ছে ট্রাম্পকে

৭ পদের ওষুধ দেওয়া হচ্ছে ট্রাম্পকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সকালে তার করোনায় আক্রান্তের খবর জানিয়েছিলেন। ২৪ ঘণ্টা না পেরুতেই অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

ট্রাম্পের সহযোগীদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জ্বর, কাশি ও রক্তজমাটবদ্ধতাজনিত সমস্যায় ভুগছেন। চিকিৎসার জন্য তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হচ্ছে।

আরও পড়ুন: ৩ মাসের মধ্যে টিকার প্রত্যাশা যুক্তরাজ্যে

করোনার চিকিৎসায় ট্রাম্পকে যেসব ওষুধ দেওয়া হচ্ছে সেগুলোর গ্রুপের নাম প্রকাশ করেছেন হোয়াইট হাউজের চিকিৎসক ড. সিন পি কনলি। তার বিবৃতি অনুযায়ী সব মিলিয়ে সাত পদের ওষুধ দেওয়া হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে।

এগুলোর মধ্যে রয়েছে, আট গ্রামের পলিক্লোনাল অ্যান্টিবডি ককটেলের এক ডোজ, জিঙ্ক, ভিটামিন ডি, অনিদ্রার স্বল্পমেয়াদী চিকিৎসায় ব্যবহৃত মেলাটোনিন, ব্যথা, জ্বর ও প্রদাহে ব্যবহৃত অ্যাসপিরিন, পাকস্থলীয় অম্ল নিঃসরণ হ্রাসে ব্যবহৃত ফ্যামোটিডিন এবং করোনার চিকিৎসায় অনুমোদিত ভাইরাস প্রতিরোধী ওষুধ রেমডিসিভির।

আরও পড়ুন ::

Back to top button