Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

মিশরের সাক্কারা মরুভূমিতে পাওয়া গেল ডজন ডজন মমি

মিশরের সাক্কারা মরুভূমিতে পাওয়া গেল ডজন ডজন মমি

মিশর ঘোষণা করেছে যে সে দেশের প্রত্নতাত্ত্বিকরা কয়েক ডজন নতুন মমি এবং ৫৯টি সারকোফ্যাগাস খুঁজে পেয়েছে। চলতি বছর এ পর্যন্ত এটাই সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার।

বিবিসি জানিয়েছে, রাজধানীর দক্ষিণে সাক্কারার প্রাচীন সমাধিভূমিতে খনন করে এসব মমি খুঁজে পাওয়া যায়।

মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী খালিদ আল-আনানি কয়েক ডজন দেশের রাষ্ট্রদূতদের সামনে শনিবার এক আন্তর্জাতিক প্রেস কনফারেন্সে একটি সারকোফ্যাগাস খোলেন। সারকোফ্যাগাস হচ্ছে কফিন যেখানে মমি রাখা হয়।

আরও পড়ুন: ৭ পদের ওষুধ দেওয়া হচ্ছে ট্রাম্পকে

প্রাচীন মিশরের বিস্ময় এখনও ফুরিয়ে যায়নি, কারণ শুক্রবার রাতেই তারা ২৭টি সারকোফ্যাগাস আবিষ্কার করেছে। এই ৫৯টি কফিনের গঠন দু’হাজার ৬০০ বছর পরও মজবুত রয়েছে।ভেতরের মমির অবস্থাও ভাল বলে কর্মকর্তারা বলছেন।

মিশর সরকার বলছে, গিজার পিরামিডের কাছে নবনির্মিত গ্র্যান্ড ইজিপশিয়ান যাদুঘরে এসব মমি দর্শনার্থীদের জন্য সাজিয়ে রাখা হবে।

 

আরও পড়ুন ::

Back to top button