আন্তর্জাতিক

আফগানিস্তানে ট্রাক বোমা হামলায় নিহত ১৫

আফগানিস্তানে ট্রাক বোমা হামলায় নিহত ১৫

আফগানিস্তানে ট্রাক বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগরহার প্রদেশের ঘানি খেল জেলায় এ ঘটনা ঘটেছে।

দেশটিতে এমন সময় এই হামলার ঘটনা ঘটলো যখন কাতারে তালেবানদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা চলছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খাগায়ানি জানিয়েছেন, বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নানগরহার প্রাদেশিক কাউন্সিলের সদস্য ওবায়দুল্লাহ শিনওয়ারি জানিয়েছেন, হামলায় ৫২ জন আহত হয়েছে।

আরও পড়ুন: তুরস্ক কেন আজারবাইজানকে সমর্থন দিচ্ছে?

তাৎক্ষনিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান অবশ্য এই হামলার জন্য তালেবানকে দায়ী করেছেন। গত দুই সপ্তাহে তালেবান ৬৫০টি হামলা চালিয়েছে এবং এসব হামলায় ৬৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছেন তিনি।

তালেবান তাৎক্ষনিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button