অতিমারীর মধ্যেও ফের নতুন মুখ এনে চমক বিজেপির
অতিমারীর মধ্যেও ফের দলে নতুন মুখ আনল বিজেপি। রবিবার দিল্লিতে বিজেপি হেডকোয়ার্টারে দলে এলেন নতুন সদস্য।
এদিন বিজেপিতে যোগ দেন শ্যুটার শ্রেয়সী সিং। তাঁরা বাবা দিগ্বিজয় সিং একসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন।
দলের বিহার ইউনিটের সদস্য ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতেই দলে যোগ দিলেন শ্রেয়সী। অনুমান করা হচ্ছে বিজেপি তাঁকে অমরপুর বা জামুই থেকে টিকিট দিতে পারে বিহার নির্বাচনে।
শ্রেয়সী বিহারের জামুই জেলার গিধরের বাসিন্দা। ২০১৮-র অস্ট্রেলিয়ার কমনওয়েলথ গেমসে সোনা জেতেন তিনি। ২০১৪ তে স্কটল্যান্ডে কমনওয়েলথে রূপো জিতেছিলেন।
শ্রেয়সীর বাবা ও মা দু’জনেই বিজেপির একনিষ্ঠ সদস্য ছিলেন। তাই বিহার নির্বাচনের মুখে এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এদিকে বিহার নির্বাচনে আসন বণ্টনে সহমত জানিয়েছে বিজেপি ও জেডিইউ। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ আসন ভাগাভাগিতে সিলমোহর পড়েছে।
নির্বাচনে জেডিইউ লড়বে ১২২ আসনে। বিজেপি ৯৫টিতে। অপর সহযোগী রামবিলাস পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টির জন্য ২৫টি আসন ছাড়া হয়েছে।
এতেই গোঁসা বেড়ে রামবিলাসের। লোজপা এনডিএ থেকে আলাদা হয়েই লড়াই করতে তৈরি হচ্ছে বলে খবর। বিরোধী আরজেডি, কংগ্রেস ও বামেদের মহাজোট তাদের আসন বণ্টন চূড়ান্ত করে শনিবার। এতে রাজ্যের শাসক এনডিএ আরও ততপর হয়ে ওঠে নিজেদের আসন ঘোষণা করতে।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেই মুখ করে ররিবার এনডিএ শিবির আসন বণ্টন করেছে। তবে আরও এক শরিক লোজপা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রেখেই দল লড়াই করবে। দলের সুপ্রিমো তথা রামবিলাস পুত্র চিরাগ পাসোয়ানের বার্তায় বিহার রাজনৈতিক মহল সরগরম।
প্রশ্ন উঠছে, লোজপা ও জেডিইউর মধ্যে নির্বাচনী আঁতাত কতদিন টিকবে। যেভাবে চিরাগ সরাসরি নীতীশ কে এড়িয়ে মোদীর হয়ে সাফাই দিলেন তাতে ফাটল বাড়বে বলেই মনে করা হচ্ছে।
গত বিধানসভা নির্বাচনে নীতীশ কুমার এনডিএ শিবির পরিত্যাগ করে আরজেডিকে জোটে নিয়ে জয়ী হন। পরে জোট ভেঙে তিনি ফের এনডিএ শিবিরে ফিরে যান। বিহারে ফের এনডিএ ক্ষমতায় আসে।
সুত্র: কলকাতা ২৪*৭