আন্তর্জাতিক

লাইভ স্ট্রিমিংয়ের মধ্যেই ব্লগারকে পুড়িয়ে মারলো স্বামী!

লাইভ স্ট্রিমিংয়ের মধ্যেই ব্লগারকে পুড়িয়ে মারলো স্বামী!

লাইভ স্ট্রিমিংয়ে ব্যস্ত ছিলেন লামু নামের এক চীনা ব্লগার। ঠিক ওই মুহূর্তে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় তার স্বামী। এতে লামুর শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। টানা দু-সপ্তাহ হাসপাতালে লড়াইয়ের পরে মারা যান ওই নারী।

জিনচুয়ান কাউন্টি পাবলিক সিকিউরিটি ব্যুরো জানিয়েছে, হামলার পরে লামুকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছিল।

চীনা মিডিয়ার খবর অনুযায়ী লাইভ স্ট্রিমিং শুরু হওয়ার পরই লামুর লাইভ স্ট্রিমের পর্দা কালো হয়ে যায়। কিন্তু শোনা যাচ্ছিল তার চিৎকার। পারিবারিক কলহের কারণে স্বামীর কাছে বিচ্ছেদ চাওয়ায় তার এ পরিণতি হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন: ছাত্রের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিপাকে শিক্ষিকা

এর আগে ২০১৯ সালে, বারবার নির্যাতনের ঘটনায় লামু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে তাকে পুনরায় বিয়ে না করলে সন্তানকে মেরে ফেলার হুমকি দেয় স্বামী।

লামু ছিলেন তিব্বতের জনপ্রিয় ভিডিও ব্লগার যিনি চীনের গ্রামাঞ্চলের নানা তথ্য তুলে ধরতেন। টিক টকের চাইনিজ সংস্করণে ৭৮২,০০০ ফলোয়ার্স এবং ৬.৩ মিলিয়ন ‘লাইক’ রয়েছে।

আরও পড়ুন ::

Back to top button