শিক্ষা

১২ অক্টোবর NEET-র ফল প্রকাশ, কীভাবে অনলাইনে জানবেন রেজাল্ট ?

১২ অক্টোবর NEET-র ফল প্রকাশ, কীভাবে অনলাইনে জানবেন রেজাল্ট ?

আগামী ১২ অক্টোবর নিট পরীক্ষার (NEET 2020) ফল প্রকাশ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। NEET পরীক্ষায় অংশ নেওয়া সবাইকে অফিসিয়াল ওয়েবসাইট ntaneet.nic.in এ চোখ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

পরীক্ষার্থীদের ভারতের প্রিমিয়াম মেডিকেল কলেজগুলিতে ভর্তির জন্য এনটিএ দ্বারা নির্ধারিত ন্যূনতম যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। সাধারণ বা অসংরক্ষিত (UR) বিভাগের প্রার্থীদের পরীক্ষায় কমপক্ষে ৫০ পার্সেন্টাইল পেতে হবে। এসসি / এসটি / ওবিসি তালিকাভুক্তদের ৪০ পার্সেন্টাইল নম্বর পাওয়া দরকার।

রেজাল্ট কীভাবে দেখবেন:

প্রথমে ntaneet.nic.in ওয়েবসাইটে যান। এরপর হোমপেজে থাকা ‘NEET (UG) – 2020 Result’ এই লিঙ্কে ক্লিক করুন। এরপর অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ সহ অন্য তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। রেজাল্ট স্ক্রিনে দেখাবে রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন।

আরও পড়ুন: অপরাজিত জনপ্রতিনিধি হিসেবে উনিশ বছর পার করলেন প্রধানমন্ত্রী

ইতিমধ্যেই এনটিএ নিট ২০২০ পরীক্ষার ওএমআর শিটগুলির স্ক্যান করা ছবি প্রকাশ করেছে। ওএমআর শিটগুলি থেকে প্রার্থীরা সমস্ত বিষয়ের উত্তর মেলাতে পারবেন। ৭ অক্টোবর অর্থাত্‍ আজ সন্ধে ৬টা পর্যন্ত এই বিষয়ে কোনও অভিযাগ ও আপত্তি জানানো যাবে।

 

সুত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button