জাতীয়

দেশে নতুন করে আক্রান্ত ৭৮ হাজারেরও বেশি

দেশে নতুন করে আক্রান্ত ৭৮ হাজারেরও বেশি

দেশজুড়ে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি জারি। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুও। উত্‍সবের মরশুম শুরুর মুখে গোটা দেশে করোনার সংক্রমণ বেড়ে চলায় চিন্তার ভাঁজ স্বাস্থ্যমন্ত্রকের কর্তাদের কপালে।

একটানা বেশ কয়েকদিন দেশে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী ছিল। তবে বুধবার থেকে সই ছবিটার বদল শুরু হয়েছে। বুধবারও যেমন সংক্রমণ বেড়েছিল বৃহস্পতিবারও ফের বাড়ল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে ৭৮ হাজার ৫২৪ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

একইসঙ্গে আরও ৯৭১ জন একদিনে করোনায় মারা গিয়েছেন। সব মিলিয়ে দেশে করোনার মোট সংক্রমণ বেড়ে ৬৮ লক্ষ ৩৫ হাজার ৬৫৬। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৫ হাজার ৫২৬।

এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৯ লক্ষ ২ হাজার ৪২৫। ইতিমধ্যেই ৫৮ লক্ষ ২৭ হাজার ৭০৫ জন করোনামুক্ত হয়েছেন। দেশের মধ্যে করোনার সর্বাধিক সংক্রমণ মহারাষ্ট্রে। সেরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ লক্ষ ৮০ হাজার ৪৮৯।

আরও পড়ুন: অপরাজিত জনপ্রতিনিধি হিসেবে উনিশ বছর পার করলেন প্রধানমন্ত্রী

মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৭২। দক্ষিণের একাধিক রাজ্যে করোনার সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। কেরালা, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের করোনা পরিস্থিতি বিপজ্জনক আকার নিয়েছে। দক্ষিণের রাজ্যগুলির করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রকও। পরিস্থিতি মোকাবিলায় আরও কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা চলছে।

এদিকে, দেশে উত্‍সবের মরশুম শুরুর মুখেই করোনার সংক্রমণ ফের বাড়তে থাকায় স্বভাবতই উদ্বেগ বেড়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে প্রত্যেককে কোভিড প্রোটোকল মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজ্য সরকার তো বটেই কেন্দ্রের তরফেও সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে।

সুত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button