আন্তর্জাতিক

ব্রাজিলে করোনায় আক্রান্ত ছাড়ালো ৫০ লাখ

ব্রাজিলে করোনায় আক্রান্ত ছাড়ালো ৫০ লাখ

ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখন করোনায় মৃতের সংখ্যা এক লাখ ৫০ হাজার ছুঁইছুঁই করছে। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশটিতে নতুন করে ৩১ হাজার ৫৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৬৯৪ এ পৌঁছেছে।

আরও পড়ুন: করোনা আমার জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ: প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ভারতের পর এখন সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে ব্রাজিলে। আঞ্চলিক দেশ হিসেবে ল্যাটিন আমেরিকাতেও আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল।

মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার আরও ৭৩৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এতে মৃতের মোট সংখ্যা এক লাখ ৪৮ হাজার ২২৮ জনে পৌঁছেছে।

করোনার এই ব্যাপক সংক্রমণের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তিনি দেশটিতে করোনার প্রাদুর্ভাবের পর সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের পরামর্শ এড়িয়ে গেছেন।

 

আরও পড়ুন ::

Back to top button