আন্তর্জাতিক

বাইডেনকে প্রচণ্ড রাশিয়া বিরোধী মনে করেন পুতিন

বাইডেনকে প্রচণ্ড রাশিয়া বিরোধী মনে করেন পুতিন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ‘কঠোর রাশিয়া বিরোধী’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়কে সামনে রেখে এটিই পুতিনের প্রথম কোনও মন্তব্য। খবর আলজাজিরার।

অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বাইডেনের কথা উৎসাহব্যাঞ্জক জানিয়ে যুক্তরাষ্ট্রের যে কোনও ভবিষ্যৎ প্রেসিডেন্টের সঙ্গেই রাশিয়া কাজ করতে প্রস্তুত বলেও পুতিন মন্তব্য করেছেন। মার্কিন নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তৃতায় পুতিন এসব কথা বলেন।

আরও পড়ুন: বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বিতর্কে অংশ নিচ্ছেন না ট্রাম্প

এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশংসায় পুতিন বলেন, “তিনি (ট্রাম্প) সব সময় মস্কোর সঙ্গে সম্পর্কের উন্নতি করার ইচ্ছা প্রকাশ করেছেন। অবশ্যই আমাদের কাছে তার এ ইচ্ছার দাম আছে।”

জো বাইডেনও গত জুলাইয়ে বলেছিলেন, রাশিয়া আবারও যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের তৎপরতা চালাচ্ছে। এ নিয়ে তিনি উদ্বেগও প্রকাশ করেছিলেন। বাইডেনের ওই কথার পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বুধবারের টিভি ভাষণে তাকে নিয়ে মুখ খুললেন।

২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে জেতাতে রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ অনেক দিনের। পুতিন এদিন আবারও ওই অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন ::

Back to top button