Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

বহুতলা ভবনে ভয়াবহ আগুন, হাসপাতালে ৮০ জন (ভিডিও সংযুক্ত)

বহুতলা ভবনে ভয়াবহ আগুন, হাসপাতালে ৮০ জন (ভিডিও সংযুক্ত)

দক্ষিণ কোরিয়ার উলশাম শহরের একটি ৩৩ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক ঘণ্টায় চেষ্টায় ভয়াবহ সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে দেশটির দমকল বাহিনী। খবর বিবিসির

প্রতিবেদনে জানা যায়, অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ায় ৮০ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সংবাদমাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টার দিকে ভবনটিতে আগুন লাগে। ১৩ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনীর কর্মীরা। অসুস্থ অনেককে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হচ্ছে।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, মধ্যরাতে সামহন আর্ট নওভেও নামের ওই বাণিজ্যিক ও আবাসিক ভবনের ৮ থেকে ১২ তলায় আগুন লাগে। সেখানে শপিং ইউনিট ছাড়াও ১২০ পরিবারের বাস। কিন্তু প্রচন্ড বাতাসের দাপটে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। মুহূর্তেই তা চারপাশে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : ধর্ষণের পর পুড়িয়ে হত্যার প্রতিবাদে উত্তাল আলজেরিয়া

একজন প্রত্যক্ষ্যদর্শী সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ‘আচমকাই ভয়াবহ আগুন দেখি ভবনে। আগুনে পুড়ে জানালগুলো ভেঙ্গে পড়ছিল। আগুনে পুড়ে যাচ্ছিল মানুষের থাকার ঘরগুলো। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে।’

অপর এক প্রত্যক্ষদর্শী অবশ্য ওয়াইটিএন নিউজকে বলেন, ‘ভবনের বাইরের কোনো কিছুর কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। ভবনের বাইরের সাথে সংযুক্ত ওই বস্তুটির মাধ্যমে আগুন দ্রুত ছড়িয়ে দেয়।’

কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা নিয়ে অবশ্য দেশটির কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘঠনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

 

আরও পড়ুন ::

Back to top button