মাস্ক না পরলে খুলছে না শপিং মলের দরজা (ভিডিও)
মানুষের জীবনে মাস্ক এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের একটি হয়ে দাঁড়িয়েছে। অফিস-আদালত কিংবা শপিং মলে মাস্ক পরা চাই। কিন্তু অনেকেই আছেন যাদের মাস্কে রয়েছে অনীহা। তাদের জন্য থাইল্যান্ডের একটি শপিং মলে অত্যাধুনিক মেশিন লাগিয়েছে প্রবেশ পথে। মাস্ক না পরলে কিছুতেই খুলবে না সেই দরজা।
মাস্কবিহীনদের শপিং মলে ঢোকা আটকাতেই অত্যাধুনিক মেশিন বসিয়েছে শপিং মল কর্তৃপক্ষ। নিয়াল হারবিশন নামের একটি ভ্যারিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া ভিডিওতে এই যন্ত্রটি দেখানো হয়। যা ইতিমধ্যেই দেখা হয়েছে প্রায় ৭০ লাখ বার।
আরও পড়ুন : নিয়ন্ত্রণরেখায় উদ্ধার বিপুল পরিমাণ আধুনিক আগ্নেয়াস্ত্র
সেখানে দেখা যাচ্ছে, শপিং মলে ঢোকার পথে লাগানো রয়েছে ফেস ডিটেক্টর। কেউ ঢুকতে চাইলে তার সামনে মুখ রাখতে হচ্ছে। সেই মেশিনই দেখছে কোন ব্যক্তি মাস্ক পরে রয়েছেন কি না।
শুধু তাই নয়, দেহের তাপমাত্রাও পরিমাপ করছে ওই মেশিন। মাস্ক পরে থাকলে ও গায়ে জ্বর না থাকলে তবেই পাওয়া যাচ্ছে শপিং মলে ঢোকার সুযোগ।
Thailand (and many Asian countries) have lots of amazing solutions like this. Will share more on Instagram as well to show there is hope ahead. I’m here https://t.co/rwBscKD2Dy
— Niall Harbison (@NiallHarbison) October 4, 2020