আন্তর্জাতিক

ট্রাম্পের জয় চায় তালেবান

ট্রাম্পের জয় চায় তালেবান

আফগান তালেবান চায় আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পই জিতুক এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করুন। খবর ডয়েচে ভেলের।

অপ্রত্যাশিত সমর্থন পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার যখন তুঙ্গে, সে সময় ট্রাম্পের সমর্থনে এগিয়ে এলো তালেবান। সিবিএস নিউজে একটি টেলিফোন সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আমরা আশা করি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবেন।

আরও পড়ুন : সিরিয়া থেকে ফের তেল চুরি আরোপ আমেরিকার উপর

শুধু তাই নয়, ট্রাম্প করোনায় আক্রান্ত খবর পেয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়েছিল তালেবান। সিবিএস নিউজে আর এক তালেবান নেতা জানিয়েছেন, ট্রাম্প করোনায় আক্রান্ত জেনে আমরা উদ্বিগ্ন বোধ করছিলাম। কিন্তু এখন তো তিনি ভালো আছেন।

ট্রাম্পের নির্বাচনী প্রচারের মুখপাত্র জানিয়েছেন, তারা এই সমর্থন প্রত্যাখ্যান করছেন। তিনি বলেছেন, তালেবানের জেনে রাখা উচিত, ট্রাম্প সবসময়ই যে কোনো ভাবে অ্যামেরিকার স্বার্থ রক্ষা করবেন।

 

আরও পড়ুন ::

Back to top button