পূর্ব মেদিনীপুরের কাঁথিতে করোনা আবহে রক্তদান শিবিরের আয়োজন
নিজস্ব সংবাদদাতা, কাঁথি: সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ নং ব্লকের দুরমুট গ্রাম পঞ্চায়েতের জামুয়া শঙ্করপুর সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত হয় এই রক্তদান শিবির। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক জানান, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই এবং গরমে রক্তের সঙ্কট মেটাতে রক্তদান শিবির করা হয়েছে।
এ দিন ৬০ জন রক্তদান করেন। কাঁথি মহকুমা হাসপাতালের ব্ল্যাডব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে। এ দিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন ডাঃ রামমোহন পারিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি-৩ নং পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা দাস, জেলা পরিষদের সদস্য চন্দ্রশেখর মন্ডল, মারিশদা থানার ওসি অমিত দেব, কাঁথি-৩ নং পঞ্চায়েত সমিতির সদস্য পরিমল কুমার গিরি, স্থানীয় পঞ্চায়েত সদস্যা সয়ংপ্রভা ভঞ্জ ও সৌমিত্র দাস, সমিতির সভাপতি বিদ্যুৎ বিকাশ মাইতি ও সম্পাদক সুজন পড়্যা, সমাজসেবী গৌরীশঙ্কর মিশ্র ও মাণিক দোলাই, পরিতোষ শীট, গৌতম মিশ্র প্রমুখ।
আরও পড়ুন : তৃণমূল নেতা ছত্রধরের পরোয়ানার আর্জি নিয়ে আদালতে NIA