টলিউড

এখনও সঙ্কটজনক সৌমিত্র, রয়েছেন ভেন্টিলেশনে, বেলভিউ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এখনও সঙ্কটজনক সৌমিত্র, রয়েছেন ভেন্টিলেশনে, বেলভিউ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এখনও সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। বাইপ্যাপ ভেন্টিলেশনে উন্নতি না হওয়ায় অভিনেতাকে ইনটেনসিভ ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্‍সকরা। মঙ্গলবার দুপুরে হাসপাতালের চিকিত্‍সকদের তরফে এ কথা জানানো হয়েছে।

জানা গিয়েছে, অসুস্থ অভিনেতাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে বলা হয়েছে রাজ্য সরকার সৌমিত্রবাবুর চিকিত্‍সার সব খরচ বহন করছে।

বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হলেও বর্যীয়ান অভিনেতা সৌমিত্রবাবুর দেহে অক্সিজেনের পরিমানের ঘাটতি রয়েছে। বাড়ছে কার্বন ডাই অক্সাইডের হার। যা নিয়ে উদ্বিগ্ন চিকিত্‍সকরা। তাঁর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য এক চিকিত্‍সক জানিয়েছেন, ‘এখনও আচ্ছন্ন অবস্থায় রয়েছেন অভিনেতা।

তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। গত দু’দিনে স্নায়ুগত সমস্যার কোনও উন্নতি হয়নি। আমরা তাঁকে ইনটেনসিভ ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন : অবস্থা ভালো নয় বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

কোভিডে সংক্রমণের পর গত ৬ অক্টোবর মধ্য কলকাতার বেলভিউ নার্সিং হোমে চিকিত্‍সাধীন রয়েছেন সৌমিত্রবাবু। গত শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

সূত্রের খবর, দ্বিতীয় বার প্লাজমা থেরাপির পর তাঁর কোভিড পরিস্থিতি কিছুটা উন্নত হলেও অস্থিরতা বেড়ে গেছে। এই অস্থিরতা সামাল দেওয়াই বেশ কঠিন হয়ে যাচ্ছে। তাঁর ঘুমও কমে গিয়েছে, সময়ে সময়ে আচ্ছন্ন ভাব রয়েছে তাঁর।

বিবারই হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, মূত্রনালীতে সংক্রমণ রয়েছে সৌমিত্রবাবুর। সেই সংক্রমণ আরও ছড়িয়েছে বলেই মনে করা হচ্ছে। যদিও ৮৫ বছরের সৌমিত্রবাবুর এমআরআই রিপোর্টে কোনও অস্বাভাবিকতা মেলেনি।

করোনায় অবশ্য সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রস্টেট ক্যানসারে প্রভাব ফেলেছে। পিএসএ বেড়ে গেছে অনেকটা।

সুত্র: The Indian Express বাংলা

আরও পড়ুন ::

Back to top button