কর্ম সন্ধান

ভারতীয় রেলে ২.৯৪ লক্ষ পদে চাকরির সুযোগ!!

ভারতীয় রেলে ২.৯৪ লক্ষ পদে চাকরির সুযোগ!!

জানা গিয়েছে এ বছর পয়লা জুন রেলওয়ে দফতরের খালি পদের সংখ্যা ২ লক্ষ ৯৮ হাজার। সরকারি সূত্র অনুযায়ী ২ লক্ষ ৯৪ হাজার পদের জন্য নিয়োগ পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। রেলওয়ে মন্ত্রী পীযূষ গোয়েল গত বুধবার লোকসভায় জানিয়েছেন গত ১০ বছরে রেল দফতরে ৪ লক্ষ ৬১ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ‘১৯৯১ সালে রেল দফতরে কর্মীর সংখ্যা ছিল ১৫ লক্ষ ৫৪ হাজার ৯৮৫, এবং ২০১৯ সালে কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৪৮ হাজার ১০১। কর্মী সংখ্যা কমে যাওয়ার ফলে কিন্তু রেল দফতরে কোনও প্রভাব পড়েনি।’ তিনি আরও জানিয়েছেন শূন্য পদ পূরণ করা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস (আরআরবি) এবং রেলওয়ে রিক্রুটমেন্ট কলস (আরআরসি)-এর মাধ্যমে।

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন করা হলে ভারতীয় রেল নিয়োগ পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের ১০ শতাংশ সংরক্ষণের আইন লাগু হবে রেলের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে। “আগামী ফেব্রুয়ারিতে প্রথম দফার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মে মাসে প্রকাশিত হতে পারে দ্বিতীয় দফার নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ২০২১-এর মধ্যে,” জানিয়েছে রেল মন্ত্রক। গত বছর রেল মন্ত্রক থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে ১.২ লক্ষ শূন্য পদে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রায় আড়াই কোটি আবেদন জমা পড়েছিল। চলতি বছরের আগস্টের মধ্যে দুটি গ্রুপের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ভারতীয় রেলের লিখিত হিসাব বলছে এ, বি, সি এবং ডি বিভাগে মোট ২ লক্ষ ৯৮ হাজার ৫৭৪ টি শূন্যপদ তৈরি হয়েছে রেলে।

আরও পড়ুন ::

Back to top button