সুখবর, এবার মাধ্যমিকের খাতা পুনর্মূল্যায়নের নতুন নিয়ম
রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। এবার মাধ্যমিকের খাতা পুনরমুল্যায়নের জন্য লাগবে না টাকা। বুধবার এমনই এক নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল সাইটে দিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী বছর থেকে রাজ্যের মাধ্যমিকের খাতা পুনর্মূল্যায়নের জন্য কোন টাকা-পয়সা লাগবে না। তবে খাতা দেখার পর উত্তরপত্রের প্রতিলিপি নিতে গেলে প্রতি পাতা হিসেবে টাকা দিতে হবে। প্রতি পাতা হিসেবে মাত্র ২ টাকা করে লাগবে বলে জানা গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের ইস্যু করা বিজ্ঞপ্তি অনুযায়ী। চলতি বছর পর্যন্ত খাতা দেখাতে অর্থাত্ খাতা পুনরমুল্যায়নের জন্য ১০০ টাকা করে দিতে হত। কিন্তু এখন থেকে খাতা দেখতে লাগবে না কোন টাকা। তথ্য কমিশনের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ বলে জানা গিয়েছে।
পর্ষদ সভাপতি কল্যানময় গঙ্গোপাধ্যায় জানান, ‘আমাদের ১০০ টাকা নেওয়া হত। কিন্তু আমাদের ইনফরমেশন কমিশন বলেছে খাতা দেখবার জন্য কোন টাকা-পয়সা লাগবে না। তবে খাতার কপি নিতে গেলে প্রতি কপি ২ টাকা করে দিতে হবে।’