আন্তর্জাতিক

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের সমালোচনায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের সমালোচনায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট

বাংলাদশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান রাখার সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ধর্ষণ ঘৃণ্য অপরাধ হলেও শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড যথাযথ নয়।

মিশেল ব্যাচেলেট বলেন, ‘যারা এই ধরনের ঘৃণ্য কাজ করে তাদেরকে এই কঠোর শাস্তি দেওয়া সন্তোষজন হতে পারে, তবে আমাদের নিজেদের অবশ্যই আরও লঙ্ঘন করা উচিত নয়।’

আরও পড়ুন: করোনার টিকা রক্ষায় ব্রিটিশ গোয়েন্দারা

তিনি বলেন, ‘মৃত্যুদণ্ডের পক্ষে মূল যুক্তি দেওয়া হচ্ছে ধর্ষণ প্রতিরোধ করা-তবে প্রকৃতপক্ষে অন্য শাস্তির তুলনায় মৃত্যুদণ্ড অপরাধ বেশি প্রতিরোধ করে তার কোনো প্রমাণ নেই। বরং প্রমাণ রয়েছে, শাস্তির কঠোরতার তুলনায় এর নিশ্চয়তা অপরাধ প্রতিরোধ করে ‘

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, অধিকাংশ দেশের ‘প্রধান সমস্যা হচ্ছে যারা যৌন সহিংসতার শিকার তারা প্রথম ধাপেই বিচার পাওয়ার সুযোগ নেই।’

 

আরও পড়ুন ::

Back to top button