আন্তর্জাতিক

ইতালিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০ হাজার

ইতালিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০ হাজার

প্রথমবারের মতো ইতালিতে দৈনন্দিন করোনা সংক্রমণ শনাক্ত ১০ হাজার ছাড়ালো। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে ১০ হাজার ১০ জনের করোনায় সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে বৃহস্পতিবার এই সংখ্যা আট হাজার ৮০৪ জন রেকর্ড করা হয়েছিল।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ৮৩ জন। মার্চ ও এপ্রিলে দেশটিতে দৈনিক মৃতের সংখ্যা ছিল ৯ শতাধিক।

আরও পড়ুন: আগামী মাসে টিকার অনুমোদনের জন্য আবেদন করবে ফাইজার

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার যেখানে রোগীর সংখ্যা চিল ৫৮৬ জন, শুক্রবার সেটি ৬৩৮ জনে পৌঁছেছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম করোনার সংক্রমণ শুরু হয়েছিল ইতালিতে। করোনার মৃতের সংখ্যার তালিকায় ব্রিটেনের পর ইতালির অবস্থান। দেশটিতে করোনায় ৩৬ হাজার ৪২৭ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button