স্বাস্থ্য

যে কারনে অন্তঃসত্ত্বা মায়ের টিটি টিকা নেয়া জরুরি

যে কারনে অন্তঃসত্ত্বা মায়ের টিটি টিকা নেয়া জরুরি
প্রতীকী ছবি

টিটেনাস (ধনুষ্টংকার) থেকে বাঁচতে অন্তঃসত্ত্বা মায়েদের টিটি টিকা নিতে হয়। শিশুকে ধনুষ্টংকার থেকে বাঁচাতে মূলত এই টিকা দেয়া হয়। যদি আগে কোনো টিকা নেয়া না হয়, তবে অন্তঃসত্ত্বা অবস্থায় সবগুলোই দিতে হবে।

তবে টিটেনাসের ৫টি টিকার ডোজ সম্পন্ন করা থাকলে আর গর্ভাবস্থায় এই টিকা নেয়ার প্রয়োজন নেই। আর কেউ যদি কোনো টিকা না নিয়ে থাকেন, সেক্ষেত্রে গর্ভাবস্থায় ৫ মাসের পর ১ মাসের ব্যবধানে পর পর দুটি টিটি টিকা নিতে হবে। আর যদি পূর্বে দুই ডোজ টিকা নেয়া থাকে তাহলে প্রতি গর্ভাবস্থায় মাত্র একটি বুষ্টার ডোজ নিতে হবে।

আরও পড়ুন: করোনাভাইরাসে পুনরায় আক্রান্ত হতে পারেন, বলছে গবেষণা

টিকা কেন নেবেন:
এই টিকা মা ও শিশু উভয়েরই ধনুষ্টংকার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। প্রসবকালে অস্বাস্থ্যকর পরিবেশ, পরিচ্ছন্নতায় অসতর্কতা, অপরিষ্কার, ছুরি, ব্লেড বা কাঁচি ব্যবহার করলে (নবজাতকের নাভী কাটার সময়) অথবা নাভীর গোড়ায় নোংরা কিছু লাগিয়ে দিলে নবজাতকের ধনুষ্টংকার রোগ হয়। তাই এসব প্রতিরোধে মায়েদের সময়মত টিটেনাস টিকা নেয়া অবশ্যই জরুরি।

 

আরও পড়ুন ::

Back to top button