পূর্ব মেদিনীপুর

“আনন্দমঠ” এর উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির

"আনন্দমঠ" এর উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির

প্রদীপ কুমার মাইতি, রামনগর: করোনা আবহে আয়োজিত হয় স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের “আনন্দমঠ” এর উদ্যোগে আয়োজিত হয় এই স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির।

আয়োজক সংস্থার সম্পাদক সুদীপ দাস জানিয়েছেন, এ দিন স্থানীয় এলাকার শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি ১১০ জন রক্তদান করেন।

আরও পড়ুন: বিজেপি করায় জুটলো না একশো দিনের প্রকল্পের কাজ

এ দিন শিবিরের উদ্বোধন করেন রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক। তিনি জানান, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই এবং গরমে রক্তের সঙ্কট মেটাতে রক্তদান শিবির করা হয়েছে।

কাঁথি মহকুমা হাসপাতালের ব্ল্যাডব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে। উপস্থিত ছিলেন সভার সভাপতি তথা আয়োজক সংস্থার সভাপতি রণেন মাইতি, জেলা পরিষদের সদস্য অশোক বিশাল, বিশিষ্ট সমাজসেবী দীপক সার ও অনিমেষ গাঁতাইত প্রমুখ।

আরও পড়ুন ::

Back to top button