পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুরে দুস্থ মানুষের পাশে সমাজ সেবিরা

পূর্ব মেদিনীপুরে দুস্থ মানুষের পাশে সমাজ সেবিরা

নিজস্ব সংবাদদাতা, কোলাঘাট: করোনার আবহে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গো উৎসব কে মাথায় রেখে এলাকার দুস্থ পরিবার থেকে শুরু করে এলাকার রিস্কা চালক ভাইদের কথা মাথায় রেখে এবার এগিয়ে এলো এলাকার বেশ কিছু সমাজ সেবী ব্যক্তি।

রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট সিনেমা মোড় এলাকায়, এলাকার দুস্থ পরিবার থেকে শুরু করে রিক্সা ও ভেন চালকদের তুলে দেয়া হলো বস্ত্র, জানা গিয়েছে প্রায় ১০০ জনের হাতে তুলে দেয়া হয় বস্ত্র সামগ্রী।

আরও পড়ুন: সরিষাদিঘীর সন্নিকটে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু এক

মূলত করোনার আবহে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কাজ কর্মে অনেক টাই আর্থিক অনটনের মধ্যে ভুগতে শুরু করেছে এলাকার দুস্থ পরিবার গুলি তাদের কথা ভেবেই এই উদ্যোগ, পাশাপাশি এই মহামারী ভাইরাস এর সম্বন্ধে সচেতন করল সমাজ সেবী মানুষেরা।

এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্যামল মাঝি, সুব্রত সামন্ত রায়, ড: শ্যামল আদক, কোলাঘাট বীট হাউস থানার আইসি সমর মিশ্র, আর পুজোর আগে এই উদ্যোগ দেখে যথেষ্ট আপ্লুত হয়েছে এলাকার মানুষ।

 

আরও পড়ুন ::

Back to top button