পূর্ব মেদিনীপুর

কোলাঘাটে কোভিড ১৯ মহামারীর সময় মানুষদের পাশে থাকল ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন

কোলাঘাটে কোভিড ১৯ মহামারীর সময় মানুষদের পাশে থাকল ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন
প্রতিবেদকের তোলা ছবি

নিজস্ব প্রতিনিধি, তমলুক: বি.জে.এম.টি.ইউর তমলুক সাংগঠনিক জেলার সভাপতি কাজল আলীর নেতৃত্বে গ্রামের ও বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৭০টি পরিবারের শিশুদের হাতে আজ বই, খাতা, স্লেট, পেন্সিল, পেন, রবাট, রংপেনসিল, ইত্যাদি সামগ্রিক দেওয়া হল এবং দূর্গা পূজার প্রীতি অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করানো হল।

বাজার সংলগ্ন এলাকায় মিষ্টি মুখ করিয়ে অভিনন্দন জানাচ্ছে ভারতীয় জনতা মজুদর ট্রেড ইউনিয়নের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি কাজলি আলি। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি পালন করা হয়।

কোলাঘাটে কোভিড ১৯ মহামারীর সময় মানুষদের পাশে থাকল ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন
প্রতিবেদকের তোলা ছবি

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি কাজল আলী ,আমির আলী, সুরজিৎ দোলোই,হিরনময় দাস, রঞ্জিত হাজারা এবং অন্যান্য নেতৃবৃন্দ এই সভাতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপি করার অপরাধে হুমকি তৃণমূলের

কোলাঘাটে কোভিড ১৯ মহামারীর সময় মানুষদের পাশে থাকল ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন
প্রতিবেদকের তোলা ছবি

তমলুক বিধানসভার শহীদ মাতঙ্গিনী ব্লকের কাঁকটিয়ার রঘুনাথপুরের ১ এবং ৬ নং অঞ্চল সহ বেশকয়েকটি অঞ্চল মিলিয়ে বি.জে.এম.টি.ইউর সাংগঠনিক বৈঠক হয়, ওই বৈঠকে অন্যান্য দল থেকে আসা ৩০০ জন কর্মী সমর্থক ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে যোগদান করে সভাপতি কাজল আলির হাত ধরে।

যাঁর ফলে তমলুক সাংগঠনিক বিজেপির ভীত আরও শক্ত হয় বলে মনে করছেন তাঁরা।

আরও পড়ুন ::

Back to top button