আন্তর্জাতিক

আলাস্কায় ৭.৫ মাত্রায় ভূমিকম্প, সতর্কতা সুনামির

আলাস্কায় ৭.৫ মাত্রায় ভূমিকম্প, সতর্কতা সুনামির

যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানীয় সময় সোমবার ৭.৫ মাত্রায় ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এই তথ্য জনিয়েছে।

প্রাথমিকভাবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পওয়া যায়নি। তবে সুনামির আশঙ্কায় স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই এলাকায় সুনামির একটি ছোট স্রোত বয়ে গেছে। এলাকার স্যান্ড পয়েন্টে ২ ফুটের স্রোত দেখা গেছে।

আরও পড়ুন: নতুন আইন তৈরি করেছে চীন

মার্কিন যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র থেকে বলা হয়েছে, জলোচ্ছ্বাসের আশঙ্কায় স্যান্ড পয়েন্ট, কোল্ড-বে এবং কোডিয়াকে সতর্কতা জারি করা হয়েছে।

কয়েকমাস আগেও এই এলাকায় ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে সেই সময় কম্পনের মাত্রা ছিল ৭.৮। তবে এবার ভূমিকম্পের পাশাপাশি সুনামির সতর্কতাও থাকছে।

আরও পড়ুন ::

Back to top button