ঝাড়গ্রাম

করোনা সচেতনতায় বিশ্ববাংলার সেরার স্বীকৃতি ঝাড়গ্রামের কানাগলি, অফিসার্স ক্লাব ও বাছুরডোবাকে

করোনা সচেতনতায় বিশ্ববাংলার সেরার স্বীকৃতি ঝাড়গ্রামের কানাগলি, অফিসার্স ক্লাব ও বাছুরডোবাকে

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: এবার করোনা আবহে ঝাড়গ্রাম জেলার প্রত্যেক পুজোতে ছিল করোনা সচেতনতার বার্তা। করোনা অবহের মধ্যেও করোনা সচেতনতায় সেরা পুজোর সম্মান ছিনিয়ে নিল ঝাড়গ্রাম শহরের তিনটি পুজো মণ্ডপ।

বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রাম জেলাশাসকের অফিসের সিধু-কানু সভাঘরে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) পীযূষ গোস্বামী।

করোনা সচেতনতায় বিশ্ববাংলার সেরার স্বীকৃতি ঝাড়গ্রামের কানাগলি, অফিসার্স ক্লাব ও বাছুরডোবাকে

এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সদরের মহকুমাশাসক সুবর্ণ রায়, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সঞ্জয় চক্রবর্তী।

আরও পড়ুন: গোপীবল্লভপুরে ইঞ্চি খানেকের দুর্গা গড়ে চমক শিক্ষকের

এবছর চারটি বিভাগে ঝাড়গ্রাম জেলার মোট ১২ টি পুজো বিশ্ববাংলা শারদ সম্মান ২০২০ পেয়েছে। করোনা আবহে এবছর চালু হয়েছে সেরা কোভিড সচেতন পুজো।

করোনা সচেতনতায় বিশ্ববাংলার সেরার স্বীকৃতি ঝাড়গ্রামের কানাগলি, অফিসার্স ক্লাব ও বাছুরডোবাকে

শহরের অফিসার্স ক্লাব, বাছুরডোবা সর্বজনীন ও কানাগলি সর্বজনীন করোনা সচেতনতায় উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ায় ওই বিভাগে সেরা পুজোর সম্মান প্রাপক হিসেবে বিবেচিত হয়েছে।

করোনা সচেতনতায় বিশ্ববাংলার সেরার স্বীকৃতি ঝাড়গ্রামের কানাগলি, অফিসার্স ক্লাব ও বাছুরডোবাকে

করোনার জন্যে এবছর তুলনায় অনেক ছোট আকারে পুজোর আয়োজন হয়েছে ঝাড়গ্রাম শহর ও জেলাজুড়ে। কিন্তু তার মধ্যেও সেরা তিনটি পুজো হল ঘোড়াধরা সর্বজনীন , পুরাতন ঝাড়গ্রাম সর্বজনীন ও বাছুরডোবা সর্বজনীন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অধীর

জামবনি সর্বজনীন, ঘোড়াধরা সর্বজনীন ও শারদোৎসবের প্রতিমা এবার সেরার সম্মান পেয়েছে। সেরা মণ্ডপ: পুরাতন ঝাড়গ্রাম, লোধাশুলি সর্বজনীন ও পূর্বাশা। এদিন জেলাশাসক আয়েষা রাণীর সাংবাদিক বৈঠক করার কথা ছিল।

করোনা সচেতনতায় বিশ্ববাংলার সেরার স্বীকৃতি ঝাড়গ্রামের কানাগলি, অফিসার্স ক্লাব ও বাছুরডোবাকে

পরে অতিরিক্ত জেলাশাসক সাংবাদিক বৈঠক করে বিশ্ববাংলা শারদ সম্মান প্রাপক পুজো কমিটিগুলির তালিকা প্রকাশ করেন।

আরও পড়ুন ::

Back to top button