আন্তর্জাতিক

করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ালো এই দেশে

করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ালো এই দেশে
প্রতিকি ছবি

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণে দিশেহারা ফ্রান্স। দেশটিতে আক্রান্তের সংখ্যা শুক্রবার (২৩ অক্টোবর) এক মিলিয়ন তথা ১০ লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে এখন পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ১০ লাখ ৪২ হাজার ৭৫ জন। খবর আনাদোলু এজেন্সির।

ফ্রান্সে যথারীতি আক্রান্তের সংখ্যা রেকর্ড ভাঙছে। গেল ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছে আরো ৪২ হাজার ৩২ জন। যা দ্বিতীয় দফা সংক্রমণের সময় অন্যতম সর্বোচ্চ। মারা গেছে ১৮৪ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ৫০৮ জন।

আরও পড়ুন: ভারত একটি নোংরা দেশ: ডোনাল্ড ট্রাম্প

হাসপাতালে ভর্তি আছে ১১ হাজার ৩২ জন। তার মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউতে আছে ১ হাজার ৭১৪ জন। গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ জন আইসিইউতে ভর্তি হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে কারফিউ জারি করেছে ফ্রান্স। বৃহস্পতিবার নতুন করে ৩৮ বিভাগে কারফিউ জারি করেছে দেশটি।

 

আরও পড়ুন ::

Back to top button