আন্তর্জাতিক

ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনে একশ’ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি আগাম ভোট পড়েছে। নির্বাচনের এক সপ্তাহের বেশি সময় আগেই ভোট দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট দেওয়ার পর কৌতুক করে বলেন, ট্রাম্প নামে এক ব্যক্তিকে তিনি ভোট দিয়েছেন।

নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি। এরইমধ্যে আগাম ভোট পড়েছে ৫ কোটি ৪২ লাখের বেশি। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও আগাম ভোট দেওয়া নাগরিকদের সাথে যোগ দিলেন। ভোট দেয়ার পর ট্রাম্প জানান, নিজের নামের এক ব্যক্তির ব্যালটেই সিল মেরেছেন তিনি।

আরও পড়ুন: ‘রেমডিসিভিরের অনুমোদনের আগে ট্রায়ালের তথ্য বিবেচনায় নেয়নি যুক্তরাষ্ট্র

২০১৯ এর সেপ্টেম্বরে ট্রাম্প তার স্থায়ী ঠিকানা ও ভোটার নিবন্ধন পরিবর্তন করে নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় নিয়ে এসেছিলেন। ব্যাটেলগ্রাউন্ড ফ্লোরিডায় দুই প্রার্থীর ব্যবধান কম। হোয়াইট হাউসে ফেরার টিকিট পেতে হলে ফ্লোরিডায় ট্রাম্পকে অবশ্যই জয় পেতে হবে। এই অঙ্গরাজ্যেও আগাম ভোট পড়েছে ৪০ লাখের বেশি।

করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রে এবার আগাম ভোট পড়ার হার রেকর্ড গতিতে এগিয়ে যাচ্ছে। মার্কিন নির্বাচনে গত এক শতকের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি আগাম ভোট দিয়েছেন ভোটাররা।

আরও পড়ুন ::

Back to top button