খেলা

দ. আফ্রিকা ক্রিকেট বোর্ডের পদত্যাগ সবার

দ. আফ্রিকা ক্রিকেট বোর্ডের পদত্যাগ সবার

একেবারেই বেহাল অবস্থা দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের। দেশটির ক্রিকেট বোর্ডের সব সদস্য একসঙ্গে পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বিবৃতিতে ১০ জন বোর্ড সদস্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে সিএসএ। প্রোটিয়া ক্রিকেটের ভালোর জন্যই নাকি তাঁরা পদত্যাগ করেছেন।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্পর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে থাকে মেম্বার্স কাউন্সিল। সেই কাউন্সিলের সর্বশেষ সভায় বোর্ডের সব সদস্যকে পদত্যাগের জন্য বলা হয়। গতকাল রোববার ছয় সদস্য পদত্যাগ করেন। আজ সোমবার সকালে বাকি চার সদস্য পদত্যাগ করেন।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট জানিয়েছে, সদস্যদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: স্টোকসের ঝড়ো সেঞ্চুরিতে মুম্বাইকে হারালো রাজস্থান

দুর্নীতির অভিযোগে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় হস্তক্ষেপ করে। সিএসএর বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে, দ্রুত অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা ঘোষণা করা হবে।

আপাতত মেম্বার্স কাউন্সিলের প্রধান রিহান রিচার্ডস সিএসএর ক্রিকেট সংশ্লিষ্ট সব বিষয়ের প্রধান হিসেবে কাজ করবেন। অন্তর্বর্তীকালীন কমিটিতে কাদের রাখা হবে, এটা এখনো জানা যায়নি।

পদত্যাগ করা সদস্যা হলেন- ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বেরেসফোর্ড উইলিয়ামস, ডেনোভান মে, টেবোগো সিকো, অ্যাঞ্জেলো কারোলিসেন, জন মোগোডি, ডেভেন ধর্মালিঙ্গম, ইউজেনিয়া কুলা-আমেয়াও, মারিয়ুস স্কোম্যান, ভুয়োকাজি মেমানি ও জোলা থামায়ে।

আরও পড়ুন ::

Back to top button