আন্তর্জাতিক

ফ্রান্সে গির্জায় ছুরিকাঘাতে অন্তত দুজন নিহত

ফ্রান্সে গির্জায় ছুরিকাঘাতে অন্তত দুজন নিহত

ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অন্তত দুজন নিহত হয়েছেন। এক নারীর শিরশ্ছেদ করা হয়েছে এবং আরেক পুরুষের গলা কাটা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই হামলা শুরু হয় সকাল ৯টার দিকে। পুলিশ এলাকাটি দ্রুত ঘিরে ফেলে এবং আক্রমণকারীকে গ্রেপ্তার করেছে।

নিসের মেয়র ক্রিস্টিয়ান এস্ত্রোসি টুইটারে লিখেছেন, ‘আমি তাদের (পুলিশ) সঙ্গে ঘটনাস্থলে আছি, আক্রমণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। নতর-দেম দে নিসের বাসিলিসার এই ঘটনার সবকিছু দেখে আমরা নিশ্চিত, এটা সন্ত্রাসী হামলা।’

আরও পড়ুন: প্রেসিডেন্ট ম্যাক্রোকে ‘ব্যক্তিগত আক্রমণের’ তীব্র নিন্দা ভারতের

ঘটনাস্থল এড়িয়ে চলতে প্রত্যেককে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

বিদ্রুপাত্মক ম্যাগাজিন শার্লি হেবদোর পুরোনো অফিসের বাইরে এক ১৮ বছর বয়সী পাকিস্তানি দুজনকে ছুরিকাঘাতের পর এই ঘটনা ঘটলো। ওই ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছে, মহানবীকে ব্যঙ্গ করে কার্টুন ছাপায় ওই ম্যাগাজিন ছিল তার লক্ষ্যবস্তু।

এ মাসের শুরুতে স্যামুয়েল প্যাটি নামের এক ফরাসি ইতিহাসের শিক্ষক মতপ্রকাশের ক্লাসে মহানবীর কার্টুন প্রকাশ করে। এরপর তাকে হত্যা করে ১৮ বছরের এক তরুণ।

আরও পড়ুন ::

Back to top button