আন্তর্জাতিক

পাকিস্তানের অনলাইন মিটিংয়ে বেজেই চলল ‘জয় শ্রী রাম’, ভাইরাল ভিডিও

পাকিস্তানের অনলাইন মিটিংয়ে বেজেই চলল 'জয় শ্রী রাম', ভাইরাল ভিডিও

কাশ্মীর নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন পাকিস্তানের আধিকারিকরা । তারমধ্যেই জুম মিটিং হ্যাক হয়ে গেল আর বেজে উঠল হনুমান ও প্রভু রামের ভজন! “72 Years of Indian Occupation of Kashmir” অর্থাত্‍ কাশ্মীরে ৭২ বছর ধরে ভারতীয় জীবিকা শীর্ষক এই আলোচনাটি ফেসবুক দিয়ে লাইভ স্ট্রিমিং হচ্ছিল। তাতে পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।

ভারত বিরোধী এই বৈঠক শুরু চলাকালীন, ভারতবাদী কোনও ইউজার হ্যাক করে মিটিং চলাকালীন হনুমান ও শ্রীরামের ভজন চালিয়ে দেয়!

যখন হনুমানের ভজন চলছিল তখন একজন বক্তা বলেন, ‘আমরা জানতাম এরকম হতে চলেছে। ‘

দেখে নিন সেই বিতর্কিত ভিডিও

আরেকজন বারবার অনুরোধ করছিলেন ডক্টর ওয়ালিদ মালিককে। তাঁকে বলা হচ্ছিল মাইক্রোফোন মিউট করার জন্য। কিন্তু বিভিন্ন সময়ে হ্যাকাররা ভারতবাদী ও জাতীয়তাবাদী গান বারবার চালিয়ে বৈঠক বিঘ্নিত করছিল।

প্রথমবার মিটিং হ্যাক হয়েছিল ১৬.৫৫ তে – সেসময় হনুমানের গান চালানো হয়েছিল। এরপর ৪৭ মিনিটে গান চালানো হয়। সেই গানটি ছিল ‘এক হি নারা, এক হি নাম. জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ‘ ২ মিনিট ধরে বিষয়টি চলে। ততক্ষণ স্পিকাররা চুপ করে ছিলেন।

এদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গতিতে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মিম ছড়িয়ে পড়ে।

কেউ কেউ বলেন ভারতীয় ছেলেরা ভালো খেলেছে, কেউ আবার বলেছে এদের সঙ্গে জুম মিটিংয়ে এরকমই হওয়া উচিত।

 

 

সুত্র: নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button