খেলা

আইপিএলে কার পকেটে কোন পুরস্কার?

আইপিএলে কার পকেটে কোন পুরস্কার?

করোনাকালীন সময়ে অনুষ্ঠিত হওয়া আইপিএলের ১৩তম আসর শেষ হয়েছে গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনাল নজরকাড়া বোলিং করে ম্যাচসেরা হয়েছেন মুম্বাইয়ের ট্রেন্ট বোল্ট। এবারের আইপিএলে কে কোন পুরস্কার জিতলেন তা একটু দেখে নেয়া যাক।

চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স: দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ সালের পর ২০২০ সালেও আইপিএল ট্রফি ঘরে তুলল রোহিত শর্মার দল। আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স জিতে নিল ২০ কোটি ভারতীয় রুপি।

রানার্স আপ দিল্লি ক্যাপিটালস: প্রথমবার আইপিএল ফাইনালে উঠলেও রানার্স আপ তকমা নিয়ে থাকতে হল দিল্লি ক্যাপিটালসকে। রানার্স হওয়ার সুবাদে ১২.৫ কোটি রুপি জিতল শ্রেয়াস আয়ারের দিল্লি ক্যাপিটালস।

আরও পড়ুন : সংসার ভাঙার পর ওড়নায় মুখ ঢেকে ভিডিও শেয়ার করলেন শ্রাবন্তী

ফাইনালের সেরা: আইপিএল ফাইনালে ম্যাচের সেরা হলেন মুম্বাইয়ের ট্রেন্ট বোল্ট। চার ওভারে ৩০ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি।

২০২০ আইপিএলের এমার্জিং ক্রিকেটার: ২০২০ সালে আইপিএলের এমার্জিং ক্রিকেটারের পুরস্কার পেলেন আরসিবি-র দেবদত্ত পাডিক্কল। ১৫ ম্যাচে পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। করেছেন ৪৭৩ রান। সর্বোচ্চ ৭৪।

ফেয়ার প্লে: ২০২০ সালের আইপিএলে ফেয়ার প্লে ট্রফিও জিতে নিল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

বেগুনি টুপি: এবার পার্পেল ক্যাপ জিতলেন কাগিসো রাবাদা। ৩০টি উইকেট নিয়েছেন প্রোটিয়া এই ক্রিকেটার।

আরও পড়ুন : পুরুষ ও নারীর ‘স্পর্শকাতর অঙ্গের’ ক্ষতি করছে চীনের নতুন ভাইরাস

কমলা টুপি: কমলা টুপি জিতে নিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের লোকেশ রাহুল। ১৪ ম্যাচ খেলে রাহুল করেছেন ৬৭০ রান।

আইপিএলের ভ্যালুয়েবল ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চার। টুর্নামেন্টে সেরা গেম চেঞ্জার হলেন পাঞ্জাবের কেএল রাহুল। টুর্নামেন্টের সেরা স্ট্রাইকারের পুরস্কার পেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের কায়রন পোলার্ড। ২০২০ সালের আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর জন্য পুরস্কার জিতলেন মুম্বাইয়ের ঈশান কিশান । এবার আইপিএলে তিনি ৩০টি ছক্কা মেরেছেন। টুর্নামেন্টে পাওয়ার প্লে-র সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন মুম্বাইয়ের ট্রেন্ট বোল্ট।

আরও পড়ুন ::

Back to top button