স্বাস্থ্য

ত্বকের সমস্যার সমাধানে চা

ত্বকের সমস্যার সমাধানে চা

চা পান করতে তো অনেকেই ভালোবাসেন। চায়েরও রয়েছে নানান রকমফের। প্রাচীন চীনে চা ওষুধ হিসেবে ব্যবহৃত হতো। স্বাস্থ্যরক্ষায় তো বটেই, রূপচর্চাতেও চায়ের জুড়ি নেই। জেনে ত্বকের কিছু সমস্যায় চায়ের ব্যবহার।

সানবার্ন ও সানট্যানের সমস্যায়
সানবার্ন বা সানট্যান দূর করতে চা খুবই কার্যকর। গ্রিন বা ব্ল্যাক যেকোনো ধরনের টি ব্যাগ গরম পানিতে কয়েক মিনিট ভিজিয়ে রাখুন। ঠাণ্ডা হলে রোদে পোড়া জায়গার ওপর রেখে কিছুক্ষণ চাপ দিন। নিয়মিত করলে ত্বকের কালো ছোপ দাগ কয়েকদিনের মধ্যে দূর হয়ে যাবে।

ত্বকের ক্লান্তি দূর করতে
দিনভর ছুটোছুটির পর বিকেল বা সন্ধ্যায় কোথাও বেড়াতে যাবেন, দেখলেন ত্বক খুব ক্লান্ত দেখাচ্ছে। এদিকে হাতে সময়ও খুব কম! এমন অবস্থায় গ্রিন টি ব্যাগ গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। কয়েক মিনিট পর টি ব্যাগ তুলে ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা টি ব্যাগ মুখে ও গলায় ভালো করে ঘষুন। নিমেষেই ক্লান্তি কেটে যাবে।

চোখের যত্নে
চোখের ফোলা ভাব হোক বা চোখের ক্লান্তি কাটাতে গ্রিন টি দারুণ কার্যকর। গরম পানিতে টি ব্যাগ কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তারপর ঠাণ্ডা হলে ব্যবহার করুন। চোখ বন্ধ করে শুয়ে পড়ুন। টি ব্যাগ দু চোখের পাতার ওপর রেখে বিশ মিনিট শুয়ে বিশ্রাম নিন। চোখের ক্লান্তি তো কেটে যাবেই, সঙ্গে তরতাজাও লাগবে। নিয়মিত করলে চোখের ফোলা ভাব অনেকটাই কমে যাবে।

আরও পড়ুন ::

Back to top button