টলিউড

বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া বলিউডেও

অদিতী মুখার্জী

বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া বলিউডেও

বলিউডের বিখ্যাত পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী লিখেছেন, ”ওঁ শান্তি। আমি আপনার স্নেহ পেয়েছি। সেটাকে সবসময় লালন করব। শিল্পীরা মৃত্যু হয় না।”

অপুর সংসার’ ছবিতে শর্মিলা ঠাকুর ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের যুগলবন্দি একটি ছবি ও পরবর্তী শর্মিলা ও সৌমিত্রর একত্রে একটি ছবি শেয়ার করেছেন সইফ কন্যা সোহা আলি খান। লিখেছেন, আপনার অভাব চিরকাল থাকবে।

সত্যজিৎ রায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের একত্রে একটি ছবি শেয়ার করে বলিউড অভিনেত্রী  শ্রিয়া পিলগাঁওকর লিখেছেন ”স্বর্গ থেকে তৈরি হয়ে আসা একটা জুটি”।

বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া বলিউডেও

আরও পড়ুন : চলচ্চিত্রের পর্দায় সৌমিত্রের সফল নায়িকারা

রাহুল বোস লিখেছেন, ”ওনার অভনীত ছবি দেখেই বড় হয়েছি। পরবর্তীকালে যখন  15 পার্ক এভিনিউতে ওনার সঙ্গে কাজ করি, সেটা আমার কাছে একটা অদ্ভুত অনুভূতি ছিল। সত্যজিৎ রায়ের ছবিতে উনি কীভাবে কাজ করেছেন, সেই সংক্রান্ত উনি আমার সমস্ত প্রশ্নের উত্তর আন্তরিকভাবে ও ওদার্যের সঙ্গে দিয়েছেন। সৌমিত্রদার সঙ্গে কাজ করাটা আমার কাছে একটা বড় বিষয় ছিল। ওনার আত্মার শান্তি কামনা করি।

বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া বলিউডেও

বলিউড বিখ্যাত অভিনেতা অনিল কাপুর লিখেছেন, ”এক কিংবদন্তী ও অনুপ্রেরণা। ”

অভিনেত্রী কোয়েনা মিত্র লিখেছেন, ”কিংবদন্তীরা চিরকাল বেঁচে থাকেন।”

বলিউড অভিনেত্রী টিস্কা চোপড়া লিখেছেন, ”এই বছরটা আরও একজন কিংবদন্তিকে কেড়ে নিল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করি। আপনার ছাপ সুদীর্ঘকাল চোখ ও হৃদয়ে থেকে যাবে।”

অভিনেতা রণদীপ হুদা লিখেছেন, ”একটা যুগের চাপের অবসান। শেষ বিদায় কিংবদন্তি”।

আরও পড়ুন : দীপাবলি উৎযাপন -এ রাজনৈতিক সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান

বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী লিখেছেন, ”খুবই দুঃখজনক ঘটনা।  স্যার, আপনার আত্মার শান্তি কামনা করি। ভারতীয় চলচ্চিত্র জগত আপনার অবদানের জন্য আপনাকে চিরকাল মনে রাখবে। নতুন প্রজন্মের কাছে আপনি চিরকাল অনুপ্রেরণা হয়ে থেকে যাবেন।”

জনপ্রিয় অভিনেত্রী রিচা চাড্ডা লিখেছেন, ”সৌমিত্র চট্টোপাধ্যায়, আপনি আপনার কাজের মধ্যে দিয়ে চিরকাল বেঁচে থাকুন! আপনার সিনেমাগুলির জন্যই আপনাকে ধন্যবাদ। সিনেমা এবং শিল্পের জগতের অনেক বড় ক্ষতি। একটি যুগের অবসান। সত্যিই এই শূন্যস্থান পূরণ করা কারোর পক্ষে সম্ভব নয়।”

আরও পড়ুন ::

Back to top button