বিচিত্রতা

এক পায়রার দাম ১৯ লাখ ডলার

এক পায়রার দাম ১৯ লাখ ডলার

১৯ লাখ ডলারে বিক্রি হয়ে বিশ্ব রেকর্ড গড়েছে একটি পায়রা। ‘নিউ কিম’ নামের রেসিং পায়রাটি কিনে নিয়েছেন চীনা এক ক্রেতা (১ ডলার সমান ৮৪.৬১ টাকা)।

অনলাইনে নিলামের আয়োজনকারী সংগঠন পিজন প‌্যারাডাইজের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ‌্যমগুলো।

পিজন প‌্যারাডাইজ জানিয়েছে, এর আগে গত বছর ১২ লাখ ডলারে বিক্রি হওয়া ‘আরমান্দো’ নামের একটি পায়রার দাম ছিলো সর্বোচ্চ।

আরও পড়ুন:সিনেমা বানাতে ৩ বছর ধরে ছাগল চুরি

উন্নত প্রজাতির দুই বছর বয়সী নিউ কিমের নিলাম শুরু হয় দুইশ ডলারের কিছু বেশি মূল‌্যে। যা শেষ পর্যন্ত ‘আকাশ স্পর্শ’ করে।

পিজন প‌্যারাডাইজের চেয়ারম‌্যান নিকোলাস গিসেলব্রিচ বলেন, আমি বিশ্বাস করি এটি রেকর্ড দাম, এর চেয়ে বেশি দামে কোনো পায়রা বিক্রি হওয়ার আনুষ্ঠানিক দলিল নেই।

২০১৮ সালের ফ্রান্সে ‘এইস পিজন গ্রান্ড ন‌্যাশনাল মিডেল ডিসটেন্স’ নামক এক প্রতিযোগিতায় জয়ী হয় ‘নিউ কিম’।

 

আরও পড়ুন ::

Back to top button